অক্ষয়ের নতুন হিন্দি সিনেমায় থাকছে সানি লিওন

৪:৫৮ PM
                         অক্ষয়ের সিনেমায় সানি লিওন



বলিউডের ছবিতে অনেক আগেই অভিষেক হয়েছে ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় পর্নোস্টার সানি লিওনের। কিন্তু এখন পর্যন্ত তার কাজ করা হয়নি জনপ্রিয় কোনো নায়কের বিপরীতে। সানির স্বপ্নের নায়কদের তালিকায় আছেন- শাহরুখ খান, আমির খান, সালমান খানসহ আরও অনেকেই। অনেকদিন পরে হলেও অবশেষে সানির সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে এমন খবরই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। তবে কেন্দ্রীয় চরিত্রে নয়। পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যাবে সানিকে।

সূত্র জানায়, গোয়াতে নিজের টিভি শো’র শ্যুটিংয়ের সময় অক্ষয় কুমারের সঙ্গে দেখা হয়েছিল সানির। ওই সময় অক্ষয়ও তার পরের সিনেমা ‘সিং ইজ ব্লিং’ এর জন্য গোয়াতে শ্যুটিং করছিলেন। তখনই অক্ষয়ের টিম সানিকে এই সিনেমায় ক্যামিও রোল (পার্শ্ব চরিত্র) প্রস্তাব দেন সানিকে। অক্ষয়ের প্রস্তাবে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান সানি। নিজের ব্যস্ত শিডিউলের ফাঁকেই একদিন সময় বের করে অক্ষয়ের সঙ্গে শ্যুটিংয়ের জন্য প্রস্তুত হয়ে যান। এছাড়া সম্প্রতি টুইটারে লিখেছেন, আজ আমার এক স্বপ্ন পূরণ করার সুযোগ এসেছে। বলিউডে নতুন করে শুরু করার ক্ষেত্রে এক প্রথম পদক্ষেপ। দারুণ খুশি লাগছে।

Share this

Related Posts

Previous
Next Post »