এ বছর শেষের দিকে চীনে তৈরি হবে পৃথিবীর সবচেয়ে উচু ভবন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ২০০ তলা এ ভবনটি তারা মাত্র ৯০ দিনে তৈরি করবে বলে জানিয়েছে। এর আগে মাত্র ৬ দিনে ১৫ তলা একটি ভবন তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল চীনারা। এবার তারই পথ ধরে ৯০ দিনে তৈরি হবে ২০০ তলা ভবন। সবকিছু ঠিকঠাক থাকলে এবছর শেষের দিকে কাজ শুরু হবার কথা। ভবনটির নাম ঠিক করা হয়েছে “স্কাই সিটি ওয়ান”।
আরো মজার ব্যাপার হচ্ছে এটা তৈরিও হবে অনেক সস্তায়। মাত্র ৬২৮ মিলিয়ন ডলার খরচ ধরা হয়েছে এটি নির্মাণ করতে। অপেক্ষাকৃত নিচু ভবন বুরুজ খলিফা নির্মাণে যেখানে ১.৫ বিলিয়ন খরচ হয়েছিল, সেখানে ৬২৮ মিলিয়ন ডলার বলতে গেলে অনেক সস্তাই বটে।
EmoticonEmoticon