লটারি জিতলেই মিলবে কুমারী মেয়ে !

৯:১১ PM
বিশ্বে এমন দেশ নেই যে দেশে লটারির প্রচলন নেই। লটারি জিতে গরিব থেকে ধনী হয়েছেন অনেকে, অনেককে হতে হয়েছে ভিটেমাটি ছাড়া। কিন্তু ব্রাজিলে লটারিতে মিলছে আজব পুরস্কার।
টিভি, ফ্রিজ, সাইকেল কিংবা নগদ টাকা জেতার কথা তো অনেকেই শুনেছেন। তাই বলে কুমারী মেয়ে? আজ্ঞে হ্যাঁ, এখানে লটারি জিতলে পয়সা না মেলে কুমারী মেয়ে। যদিও এটা চলে সম্পূর্ণ বেআইনিভাবে, পুলিশি নজর বাঁচিয়ে।
এই খেলাটি বিশেষত তাদের জন্য যারা শিশু বা নাবালিকাদের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করতে পছন্দ করে। এইভাবে শিশুদের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন একপ্রকার মানসিক রোগ। যাকে মনোবিজ্ঞানের ভাষায় পিডোফাইল বলা হয়।
ব্রাজিলে ৪০ লাখ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। দেহব্যবসার ক্ষেত্রে শিশুদের ব্যবহারে এই দেশ বিশ্বে দ্বিতীয়। এই লটারি ব্যবসা প্রচারে এলেও টনক নড়েনি প্রশাসনের। রমরমিয়ে চলছে লটারির নামে দেহব্যবসা।

Share this

Related Posts

Previous
Next Post »