যেখানে প্রতিবছর কবর থেকে তোলা হয় মৃত ব্যক্তিকে!

১২:০৪ PM
Pic_bg_112897900






জীবনে অনেক অদ্ভুত আচারানুষ্ঠানিকতার কথা শুনেছেন বা দেখেছেন। বাজি ধরে বলতে পারি, ইন্দোনেশিয়ার বিচিত্র এক রীতি ছাড়িয়ে যাবে আপনার আগের সব অভিজ্ঞতাকে! আচারানুষ্ঠানটির নাম ‘মাইনেনে’বা মরদেহ পরিষ্কারের অনুষ্ঠান।
দেশটির দক্ষিণ সুলাওয়েসির তোরাজা গ্রামের রীতি হলো, প্রতিবছর মৃত স্বজনদের কবর থেকে তুলে মরদেহ পরিষ্কার করা।
শুধু পরিষ্কার করেই ক্ষান্ত হন না তারা, মরদেহকে নতুন কাপড় পরিয়ে, যেখানে তিনি মারা গিয়েছিলেন সেখানে নিয়ে যাওয়া হয়। এরপর সোজাপথে আবার ফিরিয়ে আনা হয় কবরে।
জানা যায়, মারা যাওয়ার পর বিশেষ উপায়ে তাদের মমি করে সমাহিত করা হয়। মমি করে রাখার ফলেই বহুদিন পর্যন্ত মরদেহ অনেকটা অবিকৃত অবস্থায় থাকে।
এমনকি শিশুদেরও তোলা হয় কবর থেকে। তাদেরও বাহারি পোশাকে সাজিয়ে, পুতুলসহ ঘুরিয়ে আনা হয়।
প্রতিবছর আগস্ট মাসে চলে এই মরদেহ পরিষ্কারের রীতি। টোরাজানবাসীর বিশ্বাস, এতে করে মৃত ব্যক্তির আত্মা আবার গ্রামে ফিরে 

Share this

Related Posts

Previous
Next Post »