নিয়মিত যৌনমিলন করলে শরীরের কী হয় ?

২:৫০ PM
নিয়মিত যৌনমিলন করলে শরীরের ওজন কমে
গবেষণা অনুযায়ী, নিয়মিত যৌনমিলন এর ফলে পুরুষদের প্রতি মিনিটে প্রায় চার ক্যালোরি পর্যন্ত এনার্জি ঝরে যায়। আর নারীদের প্রতি মিনিটে তিন ক্যালোরি মতো শক্তিক্ষয় হয়।
ওই গবেষণাতে দেখা গেছে, পুরো যৌনক্রিয়া শেষ হতে লাগে প্রায় পঁচিশ মিনিট। এই সময়টার মধ্যে মহিলারা প্রায় ৭৫ ক্যালোরি ফ্যাট ঝরিয়ে ফেলে, আর পুরুষদের ক্ষেত্রে এই পরিমাণ হল ১০০শতাংশ। এছাড়া নিয়মিত যৌনকর্মের ফলে হার্টের উন্নতি হয়, চিন্তামুক্তি ঘটে এবং প্রতিষেধক ক্ষমতা বৃদ্ধি পায়। তবে সেক্সের এতগুলো ভাল গুন থাকা সত্ত্বেও নিয়মিত শরীরচর্চা কিন্তু রুটিন থেকে বাদ দেওয়া কখনওই উচিৎ না। সবচেয়ে ভাল হয় যদি সুস্থ থাকার নেশায়, ওজন কমানোর জন্য শরীরচর্চার সঙ্গে প্রতিদিনের রুটিনে যৌনকর্মকে যোগ করা যায়, বলছে গবেষণা।

Share this

Related Posts

Previous
Next Post »