নাবালকের সঙ্গে শারীরিক সম্পর্ক মহিলার (ভিডিও)

৪:৩৭ PM
o-r
অবৈধভাবে শারীরিক সম্পর্কে নাবালিকা মেয়েদেরকে বাধ্য করার অপরাধে দোষীসাব্যস্ত হল এক মহিলা। আর এ অপরাধে তার ৯ বছরের হাজতবাসের সাজা ঘোষণা করেছে আদালত। ওহিও-র টোলেডো এলাকার বাসিন্দা অ্যাশলে রাগুসা নামের ওই মহিলা মাদকাসক্তও ছিল বলে জানা গেছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়েদের নিয়েই থাকত সে।
জানা গেছে, ২০১২-র জানুয়ারি ও ২০১৩-র ডিসেম্বরের মধ্যে তিনবার নাবালিকাদেরকে তার সঙ্গে ওরাল সেক্সে বাধ্য করে ওই মহিলা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিষয়টি জানাজানি হওয়ার পরই অ্যাশলেকে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি তার সাজা ঘোষণা করেছে আদালত। অ্যাশলে নিজেও একজন মা বলে জানা গেছে। এই কারণে সাজা ঘোষণার সময় বিচারক বলেন, “ওই নাবালিকাদের উপর আপনার করা যৌন অত্যাচার ভয়াবহ। আমি মনে করি না, এর কোনও উপযুক্ত সাজা হতে পারে।”
তবে এদিকে নিজের কৃতকর্মের জন্য আদালতে ক্ষমা চায় অ্যাশলে। বাবার মৃত্যু ও স্বামীর সঙ্গে বিচ্ছেদ তার উপর খারাপ প্রভাব ফেলেছিল বলে দাবি করে। নিজের কাজের জন্য লজ্জিত বলেও বিচারককে জানায় বছর ৩২-র ওই মহিলা। কিন্তু, তাতে বিচারক তার সাজা কমাননি।

Share this

Related Posts

Previous
Next Post »