ভারতে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছে সানি লিওন!

১২:১৮ PM
z8b18gnc
একটি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের গানের জন্য ৪০০ গাড়ি ব্যবহার করা হয়েছে। আর এই চারশ গাড়ির সঙ্গে অভিনয় করেন সানি লিওন। ‘লাভ ইউ আলিয়া’ নামক চলচ্চিত্রটির সেই গানের শিরোনাম ছিলো ‘কামাক্ষী’। এই গানে পারফর্ম করতে পেরে সানিও নাকি বেশ উৎফুল্ল। এতো গাড়ি এক সঙ্গে শুটিংয়ে দেখে সানিরও ভাল লাগে।
ভারতীয় গণমাধ্যম বলছে এই গান নাকি দক্ষিণ ভারতের সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যায়বহুল গান। ছবিটির পরিচালক ইন্দ্রজিত অভিনেত্রী সানির সময়জ্ঞান, অভিনয় ও সহযোগীতা দেখে খুবই মুগ্ধ। তিনি তার এক বন্ধুর কাছ থেকে গাড়িগুলো ধার করে নিয়ে এসেছিলেন।

Share this

Related Posts

Previous
Next Post »