সানি লিওনের পাল্টা জবাব

৯:৩৮ AM


সিপিআই নেতা অতুল অঞ্জনকে ‘যোগ্য’ জবাব দিলেন সানি লিওন। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে অর্জুনের নাম না করে নিশানা করলেন প্রাক্তন পর্নস্টার ও বর্তমানে বলিউডি তারকা সানি। সিপিআই নেতা সানির একটি নিরোধের বিজ্ঞাপনকে কটাক্ষ করে বলেন, এধরনের বিজ্ঞাপন ভারতে ধর্ষণ বাড়ায়।
শুক্রবার তার জবাবে সানি ট্যুইট করেন, ” আমার প্রতি বিদ্বেষ দেখাতে কয়েকজন ক্ষমতাশালী যত শক্তি ও উৎসাহ ব্যয় করেন তা দেখলে দুঃখ হয়। বদলে তাদের পাশে দাঁড়ান যাদের পাশে দাঁড়ালে ভাল হত।”
পরের আরেকটি ট্যুইটে খানিকটা রেগেই সানি লেখেন, “জঙ্গলে থেকে সিংহীর সঙ্গে লড়াই করলে এই ফল হবে।”
সানি এখন রয়েছেন কেনিয়াতে। সেখানে ওয়াইল্ডলাইফ পার্কে ঘুরে বেড়াচ্ছেন।
গতকাল, বৃহস্পতিবারই অঞ্জন তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, “পর্ন সমর্থক ও সানি লিওনের অনুগামীরা আমাদের মন্তব্যের দুঃখ পেয়েছেন। কিন্তু আমি এই ধরনের প্রতোচনামূলক বিজ্ঞাপনকে সমর্থন করি না।” তিনি আরও বলেন, “সানির বিজ্ঞাপন প্ররোচনামূলক, অশ্লীল। বিজ্ঞাপন হওয়া উচিত ভদ্র। আমি নিরোধের বিরুদ্ধে নই। কিন্তু বিজ্ঞাপনে যে ভাষা ব্যবহার হয়েছে আমি তার বিরুদ্ধে।”

Share this

Related Posts

Previous
Next Post »