নারী খেলোয়াড় গণধর্ষণের শিকার

১১:১৬ AM
2015_09_08_12_17_13_yKw7SZHv3y5AOGOHUH0HlsSPSMN2OX_original
উপমহাদেশে ভয়ঙ্কর ধর্ষণ কিংবা গণধর্ষণ যেন একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়ে গেছে। ভারতেই ঘটছে সবচেয়ে বেশি গণধর্ষণের ঘটনা। যা থেকে এবার রেহাই মেলেনি ভারতের জাতীয় পর্যায়ের এক জুডো খেলোয়াড়ের। অভিযোগ উঠেছে গুরগাঁওয়ের বিলাসপুরে ওই মহিলা জুডোকাকে গণধর্ষণ করা হয়েছে।
এ ঘটনায় গতকাল সোমবার দেশটির গুরগাঁও মহিলা পুলিশ স্টেশনে গণধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন ওই খেলোয়াড়। যদিও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে প্রায় এক মাস আগে।
দু’জন দুষ্কৃতিকারী ওই মহিলা জুডোকাকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে খুঁজছে পুলিশ।

Share this

Related Posts

Previous
Next Post »