এখন থেকে আর নগ্ন হচ্ছেন না সানি লিওন !

১০:৫৪ AM

সানি লিওন। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। পশ্চিমা বিশ্বে শরীরি উত্তাপ ছড়িয়ে বলিউডে নাম লেখান বছর দুই আগে। ইতোমধ্যে বলিউডের অন্যতম সেলিব্রেটি হিসেবে পরিণত হয়েছেন কানাডিয়ান বংশোদ্ভূত এ পর্ণ তারকা।
অনেকটা সমালোচনার মুখেই রাজত্বের পরিধি বিস্তৃত করছেন এখানে। এমনকি নগ্নতাকে পাশ কাটিয়ে এখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা শোনা যাচ্ছে তার মুখে। কেউ কেউ বলছিলেন, তিনি নাকি আর পর্ণ ছবিতে অভিনয় করবেন না। কিন্তু অনেকেই একে মিডিয়ার গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন। অবশেষে নিজেই মুখ খুলনে সানি।
তিনি বলেছেন, এখন থেকে আর বিবস্ত্র অবস্থায় শুটিং করবেন না। অভিনয় করবেন না উষ্ঞ আবেদনময় দৃশ্যে।
তার এ ঘোষণার সত্যতা পাওয়া গেল সম্প্রতি হরর ঘরানার একটি সিনেমার শুটিংয়ে। সিনেমাটিতে দৃশ্যের প্রয়োজনে সানিকে বিবস্ত্র হতে বললেও, সানি ইতঃস্তত বোধ করেন। শেষ পর্যন্ত বিবস্ত্র না হলেও শুধু বিকিনি পরতে সম্মতি জানান। উপায় না দেখে সানির ইচ্ছাকেই প্রাধান্য দেন নির্মাতা। এ সিদ্ধান্তে তিনি কতদিন অটল থাকতে পারেন সেটাই দেখার অপেক্ষা।

Share this

Related Posts

Previous
Next Post »