এখনও পর্যন্ত বলিউডে যেকটি ছবিই করেছেন সানি তার সবকটিতেই ছিল আদ্যোপান্ত সেক্সের সুড়সুড়ি। ফলে বোঝাই গিয়েছে, নীল জগতটা থেকে এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি তিনি।
একদিকে ডেইলি সোপ কুইন একতা কাপুর যখন তাঁর আগামী ছবি এক্সএক্সএক্স-এর জন্য শুটিং সারছেন তখন সানিও সেরে নিলেন একটি অ্যাডাল্ট বিজ্ঞাপনের শুটিং। আইএমবেশরম ডট কম নামে ওই ওয়েবসাইটের শুটিংয়ে সেই খোলামেলা পোশাকেই সকলকে মাত করলেন সানি। তা দেখে গুঞ্জন উঠল, নীল জগতেই ফের একবার ফিরে যাবেন না তো সানি লিওনি?
একদিকে ডেইলি সোপ কুইন একতা কাপুর যখন তাঁর আগামী ছবি এক্সএক্সএক্স-এর জন্য শুটিং সারছেন তখন সানিও সেরে নিলেন একটি অ্যাডাল্ট বিজ্ঞাপনের শুটিং। আইএমবেশরম ডট কম নামে ওই ওয়েবসাইটের শুটিংয়ে সেই খোলামেলা পোশাকেই সকলকে মাত করলেন সানি। তা দেখে গুঞ্জন উঠল, নীল জগতেই ফের একবার ফিরে যাবেন না তো সানি লিওনি?
নীল তারকার তকমা ঝেড়ে ফেলে কয়েকবছর আগে বলিউডে পা রেখেছেন ইন্দো-কানাডিয়ান স্টার সানি লিওন। আর প্রথম থেকেই তিনি থেকেছেন লাইম লাইটের তলায়। যে পেশা ছেড়ে তিনি বেরিয়ে এসে বলিউডে অভিনয় জগতে পা রেখেছেন সেই পেশাকে সবসময়ই মর্যাদা দিয়েছেন সানি লিওন ওরফে করণজিত কৌর ভোহরা।
EmoticonEmoticon