ভারতীয় পুরুষদের নিজের ‘দাস’ বানিয়ে রাখতে চান সানি লিয়ন

১০:৩৬ AM
SUNNY-FINAL-2
ভারতীয় পুরুষদের উপর দাসত্ব করছেন সানি লিয়ন। গলায় লোহার চেন পরিয়ে তার লাগাম রেখেছেননিজের হাতে। পাশাপাশি সানির বক্তব্যও পুরুষ হৃদয়ে শিহরণ জাগাবে! ‘ভারতীয় পুরুষরা এত ভয় পায়কেনভয় কাটান!’ পরামর্শ দিচ্ছেন কানাডিয়ান এই পর্নস্টার। সম্প্রতি একটি ম্যাগাজিনের প্রচ্ছদে সানিরএই রূপ রীতিমত শোরগোল ফেলে দিয়েছে পুরুষমহলে। ম্যাগাজিনের কভারে সানিকে দেখা যাচ্ছে একভারতীয় পুরুষের গলায় লোহার শিকল দিয়ে বেঁধে টেনে ধরে রয়েছেন। চোখেমুখে কর্তৃত্বের ভঙ্গি। আরপ্রচ্ছদে সানির মুখে বসানো বক্তব্য, ‘ভারতীয় পুরুষেরা এত ভিতু কেনআমি যা খুশি তাই করিআপনিওতাই করুন। পরামর্শ ম্যাক্সিম-এর বিচারে বিশ্বের অন্যতম সেরা পর্নস্টারের
সানিকে এই প্রচ্ছদের জন্য সাজতে হয়েছে লাল অন্তর্বাসে। বিভাজিকার ফাঁক থেকে উঁকি মারছে সেইঅন্তর্বাস। করনজিৎ কউর ভোহরাওরফে সানি লিয়নের যৌন আবেদন নিয়ে বোধহয় তাঁর সবচেয়ে বড়শত্রুও প্রশ্ন তুলবেন না। ম্যাগাজিনটির প্রচ্ছদে সানিকে দেখা যাচ্ছে কর্ত্রীর চেহারায়। তিনি শাসন করছেনপুরুষ প্রেমিক তথা তাঁর রুপগ্রাহীকে। তা তিনি করতেই পারেন। তাঁর সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘রাগিণীএমএমএস টুয়ের পর আপাতত সানির সমকক্ষ বলিউডে নেই বললেই চলে। এটাই সানির প্রথমহরেক্স’(ভয়ের সঙ্গে সেক্সের ককটেলসিনেমা। পরীক্ষা নিরীক্ষায় যে তিনি ভয় পান নাতা এখন সানিরশরীরী ভাষাতেই স্পষ্ট। ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য সাংবাদিক সম্মেলনে সানি ধূসর পোশাকও টিনসেলটাউনে শোরগোল ফেলেছে। ধূসর রঙকে সাধারণত বলিউডে দুয়োরাণী করে রাখা হয়। কিন্তু সেইপোষাকেই সানি যেভাবে তাঁর ‘ফ্যানদের হৃদয়ে ঝড় তুলছেনতাতে কিছুদিন পরে সত্যিই সত্যিই সানিলিয়ন ভারতীয় পুরুষদের উপর কর্তৃত্ব করলে অবাক হওয়ার কিছু নেই

Share this

Related Posts

Previous
Next Post »