মদ পান করা অবস্থায় চলন্ত গাড়িতেই যৌনতায় মেতে উঠেছিলেন লিজ়া ওয়াটলিং ও মিনেশ পর্বত। হঠাৎই টাল সামলাতে না পেরে ঘণ্টায় ৯৬ কিমি বেগে চলা BMW জ়েনটি ধাক্কা মারে রাস্তার পাশের গার্ডওয়ালে। ধাক্কার চোটে গাড়ি থেকে ছিটকে পড়েন ব্রিটিশ ওই তরুণী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রেমিকাকে খুনের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত মিনেশকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
জানা গেছে, গত বছর নিজের BMW গাড়িতে প্রেমিকাকে নিয়ে বেরিয়েছিলেন মিনেশ। গাড়ির মধ্যেই ওই যুগল মদ্যপান করতে শুরু করেন। তারপরই তাঁরা মেতে ওঠেন অবাধ যৌনতায়। কিন্তু, গাড়ির নিয়ন্ত্রণ সামলাতে না পেরে ঘটে যায় দুর্ঘটনা।
দুর্ঘটনার সময় লিজ়া ও মিনেশ কারোরই নিম্নাংশে কোনও কাপড় ছিল না বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের বয়ানে। এই মামলায় সম্প্রতি মিনেশের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আদালত। এই রায়ে খুশি বলে জানিয়েছে লিজ়ার পরিবার।
EmoticonEmoticon