দেখে নিন সানি লিওন যে প্রভাবশালীদের সাথে রাত কাটিয়েছেন (ভিডিও)

১১:৪২ AM

পিএনএস, বিনোদন ডেস্ক : সানি লিওনকে নিয়ে বিতর্কে শেষ নেই। ইন্দো-কানাডীয় সাবেক এই পর্নোস্টার বলিউডে অভিনয় শুরুর পর থেকে ভারতীয় চলচ্চিত্রে অশ্লীলতা বেড়ে যাওয়ার অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। দাবি ওঠেছে সানিকে ভারতছাড়া করার। এমনকি তার বিরুদ্ধে অশ্লীলতা প্রচারের অভিযোগে মামলাও হয়েছে।

একটি কনডমের বিজ্ঞাপনে মডেল হয়ে ফের বিতর্কের ঝড় তুলেছেন সানি লিওন। এই বিজ্ঞাপন ভারতীয় সমাজে ধর্ষণ ও যৌন অপরাধ উসকে দিচ্ছে বলে দাবি তুলেছেন অতুল কুমার অঞ্জন নামে এক বামপন্থী রাজনীতিবিদ।

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার শীর্ষস্থানীয় এই নেতা বলেন, এ ধরনের উসকানিমূলক বিজ্ঞাপন সারাদিনই টিভিতে দেখানো হচ্ছে। এমন জঘন্য ও অশ্লীল বিজ্ঞাপন মানুষের যৌন আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। যৌনতার প্রতি মানুষকে প্ররোচিত করে।’

অতুল কুমার অঞ্জন আরও বলেন, ‘কুরুচিপূর্ণ এ ধরনের বিজ্ঞাপন যখন দেশের টিভি আর পত্রপত্রিকায় প্রচারিত হবে তখন ধর্ষণের হার তো বাড়বেই। ধর্ষণ কমাতে হলে অাগে এগুলোর প্রচার বন্ধ করতে হবে।’

সিপিআই নেতার এ বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায় বলিউডে। যাকে ইঙ্গিত করে এমন মন্তব্য তিনি কী চুপ করে বসে থাকতে পারেন? নাহ, চুপ থাকতে পরলেন না সানি লিওন। এ বিষয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটার তিনি জানিয়েছেন প্রতিক্রিয়া।

টুইট বার্তায় সানি লিখেছেন, ‘খুবই দুঃখজনক যে সমাজের প্রভাবশালী ব্যক্তিরা তাদের গুরুত্বপূর্ণ সময় আমার পেছনে নষ্ট করছেন, যে সময়ে তাদের ব্যয় করা উচিৎ দুদর্শাগ্রস্ত মানুষের পেছনে। এটা নিশ্চয়ই লজ্জার ব্যাপার।’

সানি লিওনের এই প্রতিক্রিয়াকে কেউ কেউ অবশ্য সাধুবাদ জানিয়ে বলছেন, যেমন মন্তব্য তেমনই জবাব।

Share this

Related Posts

Previous
Next Post »