বিনোদন : আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে নৌকাতে করে কোথায় যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম?
কোথায় যাচ্ছেন তারা? এটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে, সম্প্রতি শামিম জামান নির্মাণ করেছেন ‘বোকা খোকা’ শিরোনামে একটি নাটক। আর সেই নাটকটিতেই অমন একটি দৃশ্য রয়েছে। যা এবারের ঈদে দেখতে পাবেন দর্শক।
শামীম জানান, গ্রামের সহজ সরল ছেলে খোকা। সহজ সরল বলে সবাই তাকে বোকা খোকা বলে ডাকে। খোকা খুব রসগোল্লা খেতে পছন্দ করেন। রসগোল্লা খাওয়ার কথা বলে যে কোনো কাজ করানো যায় বোকা খোককে দিয়ে। ফটিক নামে এক ছেলে যার মাথায় সব সময় দুষ্ট বুদ্ধি থাকে। সে খোকাকে রসগোল্লা খাওয়ার কথা বলে জবার কাছে একটা ঠিঠি দিতে বলে। সেই চিঠি দিতে গিয়ে বোকা খোকা নানাভাবে শায়েস্তা হয়। জবা যে বোকা খোকাকে পছন্দ করে সেটা বোকা খোকা বুঝতে পারে না।
ফটিক জবাকে বিয়ে করার জন্য নানা ফন্দি আটে। এ ভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকটিতে শামীম জামান ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে অভিনয়ে করেছেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদের ৫ম দিন রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে ‘বোকা খোকা’ নাটকটি।
কোথায় যাচ্ছেন তারা? এটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে, সম্প্রতি শামিম জামান নির্মাণ করেছেন ‘বোকা খোকা’ শিরোনামে একটি নাটক। আর সেই নাটকটিতেই অমন একটি দৃশ্য রয়েছে। যা এবারের ঈদে দেখতে পাবেন দর্শক।
শামীম জানান, গ্রামের সহজ সরল ছেলে খোকা। সহজ সরল বলে সবাই তাকে বোকা খোকা বলে ডাকে। খোকা খুব রসগোল্লা খেতে পছন্দ করেন। রসগোল্লা খাওয়ার কথা বলে যে কোনো কাজ করানো যায় বোকা খোককে দিয়ে। ফটিক নামে এক ছেলে যার মাথায় সব সময় দুষ্ট বুদ্ধি থাকে। সে খোকাকে রসগোল্লা খাওয়ার কথা বলে জবার কাছে একটা ঠিঠি দিতে বলে। সেই চিঠি দিতে গিয়ে বোকা খোকা নানাভাবে শায়েস্তা হয়। জবা যে বোকা খোকাকে পছন্দ করে সেটা বোকা খোকা বুঝতে পারে না।
ফটিক জবাকে বিয়ে করার জন্য নানা ফন্দি আটে। এ ভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকটিতে শামীম জামান ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে অভিনয়ে করেছেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদের ৫ম দিন রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে ‘বোকা খোকা’ নাটকটি।
EmoticonEmoticon