‘সানসিটি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট’ নামে একটি প্রোডাকশন হাউস শুরু করতে চলেছেন বলিউড তারকা সানি লিওন দম্পতি। সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার ইতোমধ্যে তা ঘোষণাও দিয়ে ফেলেছেন। আপনাকে আরেকটু খবর দেই তাহলে, সানিদের সেই প্রোডাকশান হাউজের ব্যনারে প্রথম ছবির কাজও শুরু হয়ে গেছে।
আর সেই চলচ্চিত্রের বেশকিছু ছবিও ফাঁস হয়ে গেছে ইতোমধ্যে। যেখানে সানি লিওন অভিনয় করবেন সুপারওম্যানের চরিত্রে। এবার দেখা যাবে অন্য এক সানিকে।
তবে সানির সুপারওয়ম্যানের পোশাক এখনো প্রকাশ হয়নি। কিন্তু আমরা আশাবাদী সুপারওয়ম্যানের পোশাকে দারুণ মানাবে সানিকে।
আরো অবাক করে দেয়ার মতো তথ্য হলো, ওই ছবিতে অভিনয় করছেন সানির স্বামী ড্যানিয়েলও। তবে খুব ছোট একটি চরিত্রে তাকে দেখা যাবে। অবশ্য ছবির নাম এখনো ঠিক করা হয়নি।
EmoticonEmoticon