অনিয়ন্ত্রিত জীবন যাপন, মাদক গ্রহণ, বেফাঁস মন্তব্য কিংবা প্রেম-বিয়ে নিয়ে বেখবরের শিরোনামে থাকেন ব্রিটনি স্পিয়ার্স। একের পর এক প্রেম করেও থিতু হতে পারেননি তিনি। তাই এবার বাবার কথায় প্রেমে বিরতি টানছেন জনপ্রিয় এই গায়িকা।
মাত্র দু’মাস আগেই প্রেমিক চার্লি এবারসোলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ব্রিটনির। গত ডিসেম্বরেই টিভি প্রযোজক চার্লির সঙ্গে প্রেমে মজেন তিনি। আর তার দুই মাস আগেই লিগ্যার রিসার্চার ডেভিড লুকাডোর সঙ্গে ভাঙে তার ১৮ মাসের প্রেম। শোনা যায়, লুকাডো নাকি প্রতারণা করেন ব্রিটনির সঙ্গে।
তিনটি বিয়ে ভাঙার পরে মেয়ের এই একের পর এক প্রেম নিয়ে শংকিত জেমি স্পিয়ার্স। আর তাই তিনি ব্রিটনিকে বলেছেন- প্রেম বাদ দিয়ে নিজের প্রতি এবং দুই সন্তানের প্রতি নজর দিতে।
শোনা যাচ্ছে, লক্ষী মেয়ের মতোই বাবার কথা মেনে নিয়েছেন ৩৩ বছর বয়সী পপ তারকা। দেখা যাক- কতদিন এই সুবুদ্ধি কাজ করে।
EmoticonEmoticon