দেখে নিন পৃথিবীর সব চাইতে কালো শিশুকে !

১২:৪২ PM
বিশ্বের সবচেয়ে কালো শিশু! আসল না নকল?


সম্প্রতি ইন্টারনেটে ঝড় তুলেছে ছোট্ট এক শিশুর ছবি। দক্ষিণ আফ্রিকার এই শিশুটিকে নিয়ে ইতিমধ্যে প্রচুর পোস্ট এবং ব্লগ প্রকাশিত হয়েছে।
অবুঝ শিশুটিকে নিয়ে উৎসাহের কারণ হচ্ছে এর গায়ের রং। কৃষ্ণ বর্ণের এই শিশুটিকে ‘বিশ্বের সবচাইতে কালো’ শিশু হিসেবে দাবি করা হচ্ছে। এর কুচকুচে কালো ত্বক আর চোখ দেখলে পুতুল বলেই ভ্রম হয়। এ কারণেই আসলে সন্দেহটা। এটি কি আসলেই কোনো মানব শিশু, নাকি কালো রংয়ের কোনো পুতুল? এ নিয়েই জমে ওঠেছে বিতর্ক।
তার চোখ জোড়া নিয়েও রহস্যের শেষ নেই। ওর চোখের মনি দুটি এতটাই কালো যে এর সাদা অংশ দেখাই যায় না। এটা খুবই অস্বাভাবিক ব্যাপার। এর আগে এ ধরনের বিচিত্র চোখ দেখা যায়নি। এজন্য অনেকে এই ছবির গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ পোষণ করছেন। তাদের ধারণা, লোকজনের দৃষ্টি আকর্ষণের জন্য ফটোশপ বা এডিটিংয়ের সাহায্যে শিশুটিকে এত ঘনঘোর কালো করা হয়েছে।
ছবি নিয়ে এখনো বিতর্ক চলছে। এই বিতর্ক অত সহজে থামবে বলেও মনে হচ্ছে না।

Share this

Related Posts

Previous
Next Post »