অবিশ্বাস্য! মাত্র ১০০০ টাকাই পাচ্ছেন মিনি কম্পিউটার (ভিডিও)!

৪:৫৩ PM
পোষ্টের শিরোনাম শুনে অবাক হচ্ছেন? হুম হবারই কথা, কারন মাত্র ৯$ কি করে একটি কম্পিউটার কেনা সম্ভব? আসলে এটি কোন কম্পিউটার নয় তবে এর দ্বারা আপনি কম্পিউটারের প্রায় সকল কাজই করতে পারবেন।
যেমন ব্রাউজ করা, গেমস খেলা, টাইপিং, ইত্যাদি সকল ধরনের জরুরী কম্পিউটিং টাস্ক। মজার বিষয় হচ্ছে এটি এতোটাই ছোট একটি ডিভাইস যে আপনি যেখানে সেখানে বহন করতে পারবেন।
কিভাবে কাজ করে? খুব সহজ, ডিভাইসটির এক প্রান্তে আপনার মনিটরের ভিজিএ প্লাগইন করুন এবং অপর প্রান্তে আপনার মাউস বা কিবোর্ড তারপর ইচ্ছামতো ব্রাউজ এবং অন্যান্য কাজ শুরু করুন।
CHIP - The World's First Nine Dollar Computer
একনজরে মিনি চিপের কনফিগার দেখে নেয়া যাক-
  • প্রসেসর ১ গিগাহার্জ।
  • র‍্যাম ৫১২ এমবি।
  • স্টোরেজ ৪জিবি।
  • ব্লুটুথ এবং ওয়াইফাই কানেকশন।
  • আছে ১ ঘণ্টার ওপরে ব্যাটারি ব্যাকআপ।
CHIP - The World's First Nine Dollar ComputerCHIP - The World's First Nine Dollar Computer
এবার দেখি নতুন মিনি চিপের উল্লেখযোগ্য কিছু ফিচার-
চিপ যেকোনো ধরনের স্ক্রিনে কাজ করে। যেমন, ভিজিএ, এইচডি এমআই।
CHIP - The World's First Nine Dollar Computer
নতুন চিপ ব্যবহার করে আপনি যেকোনো যায়গা যেমন লাইব্রেরী বা অফিসে বসে যেকোনো ওয়ার্ড ফাইল বা ডক এডিট করতে বা তৈরি করতে পারবেন।
CHIP - The World's First Nine Dollar Computer
আছে বিল্টইন ওয়েব ব্রাউজার। যেটা এক কথায় অসাধারন।
CHIP - The World's First Nine Dollar Computer
কোডিং করতে চান? ব্যাপার না কারন নতুন এই চিপ দিয়ে আপনি চাইলেই কোডিং করতে পারবেন।
CHIP - The World's First Nine Dollar Computer
গেমস প্রেমীদের জন্যও আছে কিছু মজাদার গেমস। যদিও সেটা বাচ্চাদের জন্য মনে হবে তবে সময় কাটানোর জন্য এটা কিন্তু একেবারেই খারাপ না।
CHIP - The World's First Nine Dollar Computer
এতো কিছু আছে এ মিউজিক না থাকলে হয়, সমস্যা নেই আছে বিল্টইন মিউজিক সিস্টেম।
CHIP - The World's First Nine Dollar Computer
শুধু তাই না সাথে থাকছে এমন আরও কিছু দরকারি অ্যাপস-
CHIP - The World's First Nine Dollar Computer
নতুন এই $৯ মিনি চিপ সম্পর্কে বিস্তারিত জানতে যেতে হবে এই লিংকে
কেমন লাগলো আপনাদের কাছে নতুন এই মিনি চিপ (কম্পিউটার)?। নতুন প্রযুক্তি দিন দিন এতো দ্রুততার সাতে আগাচ্ছে যেটা সত্যি অবাক করার মতো।
আপনাদের মধ্যে কার কার এটা কেনার ইচ্ছা আছে? জানাবেন কমেন্ট বক্সে :)

Share this

Related Posts

Previous
Next Post »