পোষ্টের শিরোনাম শুনে অবাক হচ্ছেন? হুম হবারই কথা, কারন মাত্র ৯$ কি করে একটি কম্পিউটার কেনা সম্ভব? আসলে এটি কোন কম্পিউটার নয় তবে এর দ্বারা আপনি কম্পিউটারের প্রায় সকল কাজই করতে পারবেন।
যেমন ব্রাউজ করা, গেমস খেলা, টাইপিং, ইত্যাদি সকল ধরনের জরুরী কম্পিউটিং টাস্ক। মজার বিষয় হচ্ছে এটি এতোটাই ছোট একটি ডিভাইস যে আপনি যেখানে সেখানে বহন করতে পারবেন।
একনজরে মিনি চিপের কনফিগার দেখে নেয়া যাক-
- প্রসেসর ১ গিগাহার্জ।
- র্যাম ৫১২ এমবি।
- স্টোরেজ ৪জিবি।
- ব্লুটুথ এবং ওয়াইফাই কানেকশন।
- আছে ১ ঘণ্টার ওপরে ব্যাটারি ব্যাকআপ।
এবার দেখি নতুন মিনি চিপের উল্লেখযোগ্য কিছু ফিচার-
চিপ যেকোনো ধরনের স্ক্রিনে কাজ করে। যেমন, ভিজিএ, এইচডি এমআই।
নতুন চিপ ব্যবহার করে আপনি যেকোনো যায়গা যেমন লাইব্রেরী বা অফিসে বসে যেকোনো ওয়ার্ড ফাইল বা ডক এডিট করতে বা তৈরি করতে পারবেন।
আছে বিল্টইন ওয়েব ব্রাউজার। যেটা এক কথায় অসাধারন।
কোডিং করতে চান? ব্যাপার না কারন নতুন এই চিপ দিয়ে আপনি চাইলেই কোডিং করতে পারবেন।
গেমস প্রেমীদের জন্যও আছে কিছু মজাদার গেমস। যদিও সেটা বাচ্চাদের জন্য মনে হবে তবে সময় কাটানোর জন্য এটা কিন্তু একেবারেই খারাপ না।
এতো কিছু আছে এ মিউজিক না থাকলে হয়, সমস্যা নেই আছে বিল্টইন মিউজিক সিস্টেম।
শুধু তাই না সাথে থাকছে এমন আরও কিছু দরকারি অ্যাপস-
নতুন এই $৯ মিনি চিপ সম্পর্কে বিস্তারিত জানতে যেতে হবে এই লিংকে।
কেমন লাগলো আপনাদের কাছে নতুন এই মিনি চিপ (কম্পিউটার)?। নতুন প্রযুক্তি দিন দিন এতো দ্রুততার সাতে আগাচ্ছে যেটা সত্যি অবাক করার মতো।
আপনাদের মধ্যে কার কার এটা কেনার ইচ্ছা আছে? জানাবেন কমেন্ট বক্সে 
EmoticonEmoticon