খুব কম সময়ে কিভাবে আপনি সাজ গোঁজ করবেন?

১১:৫২ AM
খুব কম সময়ে কিভাবে আপনি রোজ রেডি হবেন ?


সকালে চোখ খুলেই ঘড়ি দেখে মাথায় হাত৷ কোন রকমে বিছানা ছেড়ে উঠেই তড়িঘড়ি রেড়ি হয়ে ব্রেকফাস্ট অর্ধেক মুখে গুজেই অফিসে দৌড়৷ এই রেড়ি হওয়ার জন্য মেয়েদের দৈনন্দিন জীবনে সময় থাকে খুবই কম৷ তার মধ্যেই চুল বাঁধা আর মেক আপ সারতে হয়৷ তার ওপরে যদি অফিসে থাকে প্রেসেন্টেসনের দিন তাহলে তো নিজেকে একটু প্রেসেন্টেবল রাখতেই হয়৷ কিন্তু ঘড়ি তো আর বসে থাকে না৷ তাই খুব কম সময়ে কিভাবে আপনি রোজ রেডি হবেন তার কয়েকটি সহজ উপায় দেওয়া হল৷
✪ ড্রাই শ্যাম্পু
উইক ডে গুলিতে চুলে শ্যাম্পু করার সময় বের করতে পারেন না অধিকাংশ মহিলাই৷ তাদের জন্য বাজারে এসেছে নতুন ড্রাই শ্যাম্পু৷ এই শ্যাম্পুটি পাউডার অথবা স্প্রে হিসেবে পাওয়া যায়৷ আপনার চুল যদি তৈলাক্ত হয় তাহলে আপনি ব্যবহার করতে পারেন এই ড্রাই শ্যাম্পু৷ এটি চুলে স্প্রে অথবা পাউডারের মতো মেখে নিলেই আপনার চুল থেকে তেলতেলে ভাব দূর হয়ে যাবে৷ এটি শুষে নেবে আপনার মাথার তালুর তেল এবং চুলের গোড়ায় পৌঁছে দেবে পুষ্টি৷ এতে আপনার চুলের গোছও বেশি দেখাবে৷
✪ আই মেক আপ:অফিস যাওয়ার আগে চোখে মেক আপ করার কোনও সময় থাকে না৷ বরং তাড়াতাড়ির সময় চোখে মেক আপ করতে গিয়ে ঘেঁটে গেলে তাতে দ্বিগুন সময় নষ্ট হয়৷ তাই চোখ খোলা রেখে চোখের পাতায় একবা ওয়াটার প্রুফ মাস্কারা বুলিয়ে নিন শুধু৷ এতে আপনার চোখের পাতা ঘন দেখাবে এবং চোখটি বেশ প্রিমিনেন্ট দেখাবে৷
✪ চুল ঢেকে রাখুন :চুল বাঁধার সময় না পেলে আর ড্রাই শ্যাম্পু না থাকলে লুকিয়ে রাখুন আপনার চুল৷ উজ্জ্বল, ফ্লোরাল প্রিন্টের স্কার্ফ দিয়ে আপনি ঢেকে রাখতে পারেন আপনার চুল৷ অথবা মাথার ওপর থেকে স্কার্ফ নিয়ে চুল ঢেকে ঘারের কাছে বেঁধে ফেলুন৷ এতে আপনাকে ট্রেন্ডিও লাগবে অথচ আপনার চুলের ম্লান হয়ে পরা ধরা পরবে না সবার চোখে৷
✪ ঠোঁটের মেক-আপ:ঠোঁটে লিপলাইনার দিয়ে লিপস্টিক লাগানোর সময় না থাকলে তাড়াতাড়ির সময় একটু লিপ বাম লাগিয়ে নিন ঠোঁটে৷ এতে আপনার ঠোঁট আর্দ্রও থাকবে আবার একটি হাল্কা সুন্দর রঙও হবে৷

Share this

Related Posts

Previous
Next Post »