শেষ পর্যন্ত চিত্রনায়ীকা পপি ও ব্যবসায়ীর সাথে রাত কাটালেন?

১০:১২ AM
popy_19


ব্যবসায়ীর ফাঁদে পড়ে বেশ কয়েক রাত আটকে থাকতে হয়েছে চিত্রনায়ীকা পপিকে। এ অবস্থায় ব্যাবসায়ীর হাত থেকে মুক্তি চেয়েছেন পপি। তারপরও রেহায় মেলেনি পপির। কাটাতে হয়েছে দুটি রাত।
হ্যাঁ এটা একটা নাটকের কাহিনী। আসছে কোরবানির ঈদে এটি একুশে টেলিভিশনে প্রচার হবে বিইউ শুভ পরিচালিত নাটক ‘এক্সপ্রেশন অব লাভ’। আর এই নাটকে পপিকে দেখা যাবে একজন ডাকসাইট মডেল হিসেবে।
নাটকের প্রসঙ্গে মিডিয়াকে পপি জানান, ডাকসাইট মডেল চরিত্রটা দারুণ লেগেছে আমার কাছে। এমন চরিত্রে এই প্রথম বারের মতো কাজ করছি। বিইউ শুভ অনেক যত্ন করে নির্মাণ করছেন এই নাটিকটি। এক কথায় বলা যায় অনেক ভালো। দর্শকেরও ভাল লাগবে আমি মনে করি।

Share this

Related Posts

Previous
Next Post »