আজ সকাল থেকেই পুরো ভারত জুড়ে যে বিষয়টি আলোচনার উৎস হয়ে আছে তা হলো সানি লিওনের কনডমের বিজ্ঞাপন। ভারতের সিপিআই নেতা অতুল কুমার আনজানের মতে এইসব বিজ্ঞাপনের কারণেই দেশে ধর্ষণের মতো ঘটনা বাড়ছে।
এই ধরণের বিজ্ঞাপন দেখেই তরুণ সমাজ উত্তেজিত হচ্ছে, শরীরসর্বস্ব ভালবাসায় বিশ্বাসী হচ্ছে। তাই এই বিজ্ঞাপন নিষিদ্ধ করার কথা বলছেন এই বাম নেতা। কী রয়েছে সেই বিজ্ঞাপনে? সূত্রঃ জি নিউজ
EmoticonEmoticon