ঢাকায় জমে ওঠেছে তারকাদের দেহ ব্যবসা

১০:১৬ AM
pppppppp
এসকর্ট সার্ভিস এর নামে নামিদামি তারকাদের দেহ ব্যবসা
হ্যা, আমি এখন আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরবো সেটি হলো এসকর্ট
আপনারা অনেকে হয়ত জানেন এসকর্ট কি আবার অনেকে হয়তো বা জানেন না, লেখাটি মূলত সাজানো হয়েছে সমাজের ভদ্র বেশি যৌনকর্মীদের কে নিয়ে,এই প্রতিবেদনটি ভিন্ন.কম অনেক অনুসন্ধান করে তৈরী করেছে,এখন চলুন জেনে নেওয়া যাক এসকর্ট কি এবং এর সাথে করা জড়িত,
এসকর্ট ইংলিশ শ্বব্দ এর বাংলা প্রতিশ্বব্দ হলো সহচর,সাম্প্রতিক সময়ে এই এসকর্ট সার্ভিস এর নামে ঢাকা শহরের ভিভিন্ন এলাকাতে জমে ওঠেছে রমরমা দেহ ব্যবসা,আর এই ব্যবসায় যুক্ত হয়েছেন অনেক নামী তারকারা,সম্প্রতি উত্তরা জসিম উদ্দিন রোড এর এসকর্ট সরবরাহকারী হৃদয় এর সাথে কথা হয়,তিনি জানিয়েছেন অনেককে ম্যানেজ করে তারা এই সার্ভিস দিয়ে আসছেন ঢাকা শহরের অনেক জায়গাতে,মূলত এই সরবরাহকারীরা দালাল হিসেবে কাজ করে, এরাই কাস্টমার ম্যানেজ করে মডেল দের সাথে পরিচয় করিয়ে দিয়ে থাকে,অনেক সময় এই সব মডেল কাস্টমারদের বাসায় যাই,আবার অনেক সময় কাস্টমাররা সরবরাহকারীদের জায়গাতে আসে,হৃদয় জানান মূলত অনেক বড় বড় ব্যবসায়ী
তাদের মূল ক্লায়েন্ট,নেট থেকে নাম্বার সংগ্রহ করে কল করা হয় এসকর্ট সরবরাহকারী আনিসের সাথে,তিনি জানান তার সংগ্রহে সম্প্রতিক সময়ের অনেক জনপ্রিয় তারকা থেকে শুরু করে হাউজ ওয়াইফ,স্কুল কলেজ এবং বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী রয়েছেন,চাইলেই যে কেও আসতে পারেন প্রতি শর্ট, ঘন্টা কিংবা ফুল নাইট এর ভিক্তিতে,মডেলদের জন্য ফুল নাইট ৩০০০০-৫০০০০ হাজার, আর অন্য যেকোনো 18-30 বছর বয়সী মেয়ে ফুল নাইট 6000-1200 হাজার,যেকেউ চাইলে নেট থেকেঠিকানানিয়ে কিংবা কল দিয়ে আসতে পারেন,তবে তারকাদের চাইলে দুইদিন আগেই বুকিং দিতে হয়
এবার আসা যাক ভুক্ত ভুগিদের কথায়,
জুয়েল পেশায় ইঞ্জিনিয়ার সবেমাত্র চাকরি পেয়েছেন প্রথম বার নেট থেকে নাম্বার সংগ্রহ করে বনানীতে গিয়েছিল,তেমন কোনো ঝামেলা হয়নি,দ্বিতীয়বার যাবার সময় কাজ শেষে বেরিয়ে আসার পর তাকে গেস্ট রুমে বসানো হয় এবং দেখানো হয় তার সেক্সচুয়াল ভিডিও এবং দাবি করা হয় 2 লক্ষ টাকা,এই টাকা না দিলে ভিডিও টা নেটে ছেড়ে দেবার হুমকিও দেয়া হয়
এবার আলোচনা করা হলো এক প্রবীন শিল্পীর সাথে,তিনি জানালেন হালের জনপ্রিয়তার আশায় উঠতি শিল্পীরা অপকর্মে লিপ্ত হচ্ছে, এটা কোনভাবেই কাম্য নয়…………..যদি কেও রাতারাতি সানি লিওন হতে চাই তবে সে জনপ্রিয়তার অতলে পড়বে সে..

Share this

Related Posts

Previous
Next Post »