সানি লিওন ঢাকায় নয়, কেনিয়া যাচ্ছেন !

৫:২৫ PM
1440175545sun
বর্তমান সময়ের বলিউডের জনপ্রিয় ইন্দো-কানাডিয়ান বংশদ্ভুত অভিনেত্রী সানি লিওনের ঢাকায় আসার গুজব নিয়ে হয়ে গেল তুলকালাম কান্ড! তবে তিনি ঢাকায় নয়, আসছে সেপ্টেম্বরে একটি মিউজিক শো’তে অংশ নিতে কেনিয়া যাচ্ছেন!

জানা গেছে, আসছে সেপ্টেম্বরে বলি-অভিনেত্রী সানির ঢাকায় আসার খবরে পুরো বাংলাদেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। যদিও তার ঢাকায় আসার খবরটি ছিল ভিত্তিহীন। কিন্তু সম্প্রতি সানি লিওনের তরফ থেকে জানা গেছে, ঢাকায় নয় বরং একটি মিউজিক শো’তে অংশ নিতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী শানের সাথে কেনিয়া যাচ্ছেন তিনি।
কেনিয়ার নাইরোবির কার্নিভোর গ্রাউন্ডে হবে অনুষ্ঠানটি।
সানি১উল্লেখ্য, জিসম-২ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সানি লিওন। এরপর একাধিক ছবিতে অভিনয় করে নিজের সামর্থ জানান দিয়েছেন সানি।
চলতি বছরের প্রথমদিকে ‘এক পেহলি লীলা’ ছবিটি বলিউডের বক্স অফিসে দারুণ ব্যবসা করতেও সমর্থ হয়।
এছাড়াও শীঘ্রই মুক্তি পাওয়ার কথা রয়েছে সানির ‘মাস্তিজাদে’, যা দীর্ঘদিন সেন্সর বোর্ড আপত্তিকর দৃশ্য থাকায় আটকে দিয়েছিল।

Share this

Related Posts

Previous
Next Post »