ইসরাইলি নারী সৈনিক নামে চলছে যৌনতা !

১১:৩১ AM
ইসরাইলের নারী সেনা
১৩ মার্চ (রেডিও তেহরান): ২০১৫ সালে ইসরাইলি সামরিক বাহিনীতে যৌন অপরাধ বেড়েছে শতকরা ৪০ ভাগ। ইহুদিবাদী সেনা কর্মকর্তারা এ তথ্য স্বীকার করেছেন।


ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান কৌঁসুলি উদি বেন এলিয়েজার জানিয়েছেন, ২০১৪ সালে ৩৭ জন কর্মকর্তা ও সৈনিককে যৌন অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ হিসাব অনুসারে আগের বছরের তুলনায় গত বছর ইসরাইলের সামরিক বাহিনীতে যৌন অপরাধের মাত্রা বেড়েছে শতকরা ৪০ ভাগ।

তিনি জানান, বেশিরভাগ অপরাধ করেছেন সেনা কর্মকর্তারা আর এর শিকার হয়েছেন অধীনস্তরা। তবে, যত অপরাধের ঘটনা ঘটছে তার সবই উদঘাটিত হচ্ছে না এবং সব ঘটনার বিচারও হচ্ছে না। এলিয়েজার স্বীকার করেন যে, দোষী সাব্যস্ত হওয়া এক সেনা কর্মকর্তা তার অধীনস্ত এক নারী সৈনিককে তার সঙ্গে যৌন সম্পর্ক প্রতিষ্ঠা করতে বাধ্য করেছেন এবং ওই সেনা কর্মকর্তা ছিলেন সরাসরি কমান্ডিং অফিসার।

গত কয়েক বছর ধরে ইসরাইলি সামরিক বাহিনীতে যৌন অপরাধ বেড়েই চলেছে এবং এসব ঘটনা বার বার বিতর্কের সৃষ্টি করছে।#

রেডিও তেহরান/এসআই/১৩ 

Share this

Related Posts

Previous
Next Post »