যেভাবে  ত্বকের যত্ন নেবেন !

যেভাবে ত্বকের যত্ন নেবেন !

১০:৩২ AM Add Comment
গরমে ত্বকের যত্ন নেবেন যেভাবে

অতিরিক্ত গরমে ত্বক আর্দ্রতা হারায় এবং শুষ্ক হয়ে পড়ে। জন্মগতভাবে ত্বক তিন ধরনের হয়ে থাকে। স্বাভাবিক ত্বক, শুষ্ক ত্বক ও তৈলাক্ত ত্বক। রোদ ও ধূলোবালি স্নিগ্ধ ও সতেজ ত্বকের বড় শত্রু। রোদের পোড়াভাব ত্বকে খুব তাড়াতাড়ি বসে যায়। লোমকূপে ময়লা জমে মুখে ব্রণ হয় এবং রোদের ছোপ ছোপ দাগ পড়ে ত্বক রুক্ষ হয়ে যায়। শুধু তাই নয়, ঘাম থেকে ঘামাচিসহ নানা সমস্যা দেখা দিতে পারে। আবার কখনও কখনও র‌্যাশ হতেও দেখা যায়। ত্বক শুষ্ক হলে ত্বকের নমণীয়তা কমে যায়, আর নমণীয়তা কমে গেলে ত্বকে ফাটল ধরে এবং বার্ধক্যের ছাপ ফুটে উঠে চেহারায়।
ফেসওয়াশ ব্যবহার করুন
গরমের দিনে  ত্বকের যত্ন পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে বেশি যত্নশীল হতে হয়। এজন্য আপনি ব্যবহার করতে পারেন গ্লিসারিন-সমৃদ্ধ সাবান অথবা ক্লিনজার বা ফেসওয়াশ। তবে গরমে সবচেয়ে ভালো হচ্ছে ময়েশ্চারাইজিং ক্লিনজার। তৈলাক্ত ত্বকের অধিকারীদের গরমকালে কষ্ট হয় বেশি। তেলগ্রন্থিগুলো এ সময় সক্রিয় হয়ে উঠার কারণে তেল বের হয় বেশি, তারা মেডিকেটেড ফেইস ওয়াশ ব্যবহার করলে ভালো ফল পেতে পারেন।
রোদ থেকে সুরক্ষা পেতে ব্যবহার করুন সানস্ক্রিন
গরমের দিনে সবচেয়ে প্রয়োজন হচ্ছে সানস্ক্রিন। রোদ থেকে রক্ষা পেতে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন, বিশেষ করে চোখের নীচের নমনীয় ত্বকের জন্য মেডিকেটেড সানস্ক্রিন এবং তৈলাক্ত ত্বকের জন্য তেলবিহীন সানস্ক্রিনই ব্যবহার করতে হবে। রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন। সানস্ক্রিন লোশন ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তাতে যেন সান প্রোটেকশন ফ্যাক্টর এসপিএফ অন্তত ১৫ হয়। ওয়াটার প্রুফ সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন।
সাথে রাখুন ক্রিম বা বেবি লোশন
শুষ্ক ত্বকের খসখসে ভাব দূর করার জন্য এবং বলিরেখা পড়ার হাত থেকে রেহাই পাওয়ার জন্য সবসময় ক্রিম ব্যবহার করা উচিত। অবশ্য ক্রিমের বদলে বেবি লোশনও ব্যবহার করতে পারেন। তবে গরমের দিনে ক্রিম হতে হবে তেলবিহীন। নতুবা ক্রিমের অতিরিক্ত তেল গরমে আরো বেশি সমস্যা তৈরি করবে।
ত্বকের যত্ন নিয়ে আরো কিছু জরুরি পরামর্শ
  • গরমে যাদের ত্বকে ঘামাচি হয়, তারা নিমপাতার রস লাগালে উপকার পাবেন। তেঁতো জাতীয় খাবার খান। ঘাম বেশি হলে ট্যালকম পাউডারের সাথে এক চিমটি খাবার সোডা ব্যবহার করুন।
  • গরমে ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই রূপচর্চা করা জরুরী। ত্বক তৈলাক্ত হলে বার বার মুখ পরিষ্কার করতে হবে। শশা বাটা এবং মুশুরি ডাল বাটা দুটো পেস্ট করে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। আপনার মুখের তেলতেলে ভাব কেটে যাবে।
  • লাউয়ের রস, তরমুজের জুস বরফ করে মুখে ঘষুন। এতে রোদে পোড়াভাব দূর হয়ে সাথে সাথে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল মোলায়েম।
  • গরমে তৈলাক্ত ত্বক দ্রুত ঘেমে যায় ও ময়লা দ্রুত শুষে নেয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে আপনি শশার রস পরিমাণমতো, আধা চা চামচ লেবুর রস, আধা চামচ গোলাপ জলে মিশিয়ে লোশনের মতো মুখে লাগিয়ে আধাঘণ্টা পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত চার-পাঁচ দিন করুন।
  • গরমে ব্রনের মাত্রা বেড়ে যায়। ব্রন এড়াতে সপ্তাহে তিন, চার বার চিরতার পানি এবং দুই-তিনটি কাঁচা হলুদ ও আখের গুঁড় খেতে পারেন। সব সময় মুখ পরিষ্কার রাখবেন। নিমপাতা, হলুদ, চিরতা ও মুলতানি মাটি এক সঙ্গে মিলিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করলেও উপকার পাবেন।
  • রোদের প্রচন্ড তাপের কারণে ত্বকের ছোপ ছোপ দাগ দূর করার জন্য টমেটোর রস, কাঁচা হলুদের রস, ভুসিওয়ালা আটা মিশিয়ে মুখ, গলা ও ঘাড়ে লাগান। গোলাপজল দিয়ে মুছে ধুয়ে ফেলুন। কাঁচা দুধ, লেবুর রস, পাকা পেঁপে, চন্দন, গোলাপের পাপড়ি একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিয়ে পুরো ত্বকে লাগান, হালকা ম্যাসাজ করুন। ভালো ফল পাবেন।
পরিশেষে ত্বক রক্ষায় প্রসাধনীর দিকে নজর না দিয়ে নজর দিন ত্বকের জন্য প্রয়োজনীয় পুষ্টির দিকে, যা ছড়ানো আছে প্রকৃতি-প্রদত্ত খাদ্য উপাদান আর ফলমূলে। মনে রাখবেন ফর্সা ত্বক মানেই সুন্দর ত্বক নয়, সুস্থ ত্বক মানেই সুন্দর ত্বক।
নারীদের কোন বিষয়গুলা যৌনসুখের চেয়েও প্রিও?

নারীদের কোন বিষয়গুলা যৌনসুখের চেয়েও প্রিও?

১০:২৯ AM Add Comment
love-with-realation

কেবল যৌন সুখ নয়, নিজেদের একান্ত সম্পর্কে পছন্দের পুরুষের কাছ থেকে এই বিষয়গুলোও আশা করেন নারীরা। ব্যক্তিবিশেষে এই চাহিদার বিভিন্ন রকমের হলেও দেখা গিয়েছে কমবেশি এই ব্যবহারই কামনা করেন অধিকাংশ নারী।
*যার মধ্যে প্রথমেই রয়েছে আলতো চুম্বন। জোর করে নয়, দুপক্ষের সম্মতিতেই এই চুম্বন হওয়া বাঞ্ছনীয়।
*দ্বিতীয়ত, স্পর্শ।
*তৃতীয়ত, গভীর আলিঙ্গন। যাতে থাকবে সারাজীবন পাশে থাকার ইঙ্গিত। এই বিষয়গুলি নারীদের কাছে যৌনতার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
*চতুর্থত, যৌন মিলনের পর গভীর আলিঙ্গনে পরস্পরকে জড়িয়ে ঘুমোনোটাও অধিকাংশ নারীই পছন্দ করেন।
একান্ত মুহূর্তে আবেগঘন প্রশংসা নারীদের খুবই প্রিয়। পাশাপাশি হাত ধরে হাঁটা, উপহার, বিশেষ মুহূর্তে “ভালোবাসি”, মজার খুনসুটি, মজার কোন ইঙ্গিত ইত্যাদি ব্যাপারগুলো নারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
কী ভাবে পূর্ণাঙ্গ যৌনতৃপ্তি পাবেন!

কী ভাবে পূর্ণাঙ্গ যৌনতৃপ্তি পাবেন!

১০:২৬ AM Add Comment
Bdlife_150

আধুনিক যৌনবিজ্ঞান বলে যে, ইচ্ছে করলে নারীও ওয়েমেন অন দ্য টপ পজিশনে দারুণ তৃপ্তি সুখ উপভোগ করতে পারে। এতে উভয়ের দারুণ যৌন আনন্দ লাভ করতে পারে। যৌনমিলনে বিভিন্ন আসন বা ভঙ্গি আনন্দ এনে দিতে পারে উভয়ের মাঝে। কোনও একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ না থেকে স্বামী-স্ত্রী ঘরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বিশেষে বিভিন্ন ভঙ্গিতে যৌনমিলনে লিপ্ত হলে দাম্পত্য জীবনে যৌনতৃপ্তির মাত্রা বেড়ে যাবে অনেক গুণ।
সবাই যৌনজীবনে, যৌনমিলনে পরিপূর্ণ সুখ, তৃপ্তি ও আনন্দ চায়। এই চাওয়া খুবই যৌক্তিক ও স্বাভাবিক। শতকরা ১০০ ভাগ যৌনতৃপ্তি না পেলে মিলনের কোনও তাৎপর্য থাকে না। যৌনসুখ ও তৃপ্তি লাভের বিচিত্র কৌশল, যৌনমিলনে পরিপূর্ণ তৃপ্তি লাভের উপায়, যৌনমিলনে নারী-পুরুষের ভূমিকা ইত্যাদি বিষয়ে মোটামুটি আধুনিক বিজ্ঞানসম্মত ধারণা রাখতে হবে।
আসলে যৌনজীবনকে পরিপূর্ণ সুখময়, আনন্দময়, তৃপ্তিকর ও তাৎপর্যময় করে তুলতে নারী-পুরুষ উভয়কেই সমানভাবে সক্রিয় হতে হবে। যৌনমিলনে পুরুষের মতো নারীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুরুষের মনে কামনার আগুন জ্বালিয়ে ক্রমান্বয়ে যৌনক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে নারীকে অবশ্যই যৌন কৌশল প্রয়োগ করতে হবে। নারীকে তার নারীত্বের মধ্যে থেকেই পরিপূর্ণ আনন্দ ও সুখ পাবার চেষ্টা চালাতে হবে।
যৌন জীবনে নারীরা অসুখী থাকার কারন !

যৌন জীবনে নারীরা অসুখী থাকার কারন !

১০:২৪ AM Add Comment
1430732385_index-700x336-500x261

পুরুষের তুলনায় যৌন জীবনে মহিলাদের অসুখী হওয়ার হার অনেক বেশি। এমনকি নিজের ভালোবাসার পুরুষটির সঙ্গেও যৌন জীবন নিয়ে খুশী নন অনেক মহিলাই।
ভুল ধারণা এবং অজ্ঞতা যৌন জীবনে অসুখী রয়ে যাওয়ার মূল কারণ। সঙ্গে পর্যাপ্ত যৌন শিক্ষার অভাব। যৌনতা যে কেবল সন্তান উৎপাদনের মাধ্যম নয়। নারী এবং পুরুষ উভয়ের জন্য একটি আনন্দের ব্যাপার। এই বিষয়টি সম্পর্কে আজও অজ্ঞ প্রচুর নারী। কী করতে হবে কিংবা কীভাবে করলে আরও আনন্দময় হয়ে উঠবে যৌন মিলন।
নিজেকে বুঝতে না পারা: কোন অঙ্গগুলো যৌনতার ক্ষেত্রে স্পর্শকাতর কিংবা নিজের শরীরের চাহিদাগুলো কী কী ইত্যাদি বিষয়ে অজ্ঞতা এবং বুঝতে না পারাও যৌন জীবনে অসুখী হবার একটি বড় কারণ।
কি চাই সেটা বলতে না পারা: নারীদের যৌন জীবনে অতৃপ্ত থাকার অন্তরালে এটা একটি বিশেষ কারণ। এমনকি তিনি যে যৌন জীবনে সুখী নন এটাও পুরুষ সঙ্গীকে মুখ ফুটে বলতে পারেন না অনেক নারী।
লজ্জা এবং সংকোচ: অনেক নারী মনে করেন যে মেয়েদের যৌনতার কথা বলতে নেই, কিংবা মেয়েদের যৌনতার বিষয়টি নিয়ে কথা বলা কিংবা যৌন চাহিদা প্রদর্শন করার বিষয়টি খুবই লজ্জার। তাই মনের ইচ্ছা মনে চেপে রাখেন তারা।
শারীরিক এবং মানসিক সমস্যা নিয়ে সংকোচ: যৌনতায় আগ্রহ নেই কিংবা যৌনতা ঘিরে কোনো শারীরিক সমস্যা বোধ করছেন। এমন অবস্থায় ডাক্তারের কাছে যান না অধিকাংশ নারী।
যৌনতা ঘিরে ভয়: অনেক নারীর মাঝে যৌনতা বিষয়ে নানান রকমের ভীতি কাজ করে. ফলে এই বিষয়টি সম্পর্কে তারা কখনও সহজ মনোভাব পোষণ করতে পারেন না। চিরকাল বিষয়টি নিয়ে আড়ষ্টতা রয়ে যায়।
অল্প বয়সী মেয়ে বিয়ে করলে কী হয়?

অল্প বয়সী মেয়ে বিয়ে করলে কী হয়?

১০:২২ AM Add Comment
অল্প বয়সী মেয়ে বিয়ে করলে দীর্ঘ যৌনজীবন!

পুরুষেরা কেন তাদের চেয়ে কম বয়সী মেয়েদের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তা কি আমরা ভেবে দেখেছি? চলুন খুঁজে বের করি কারনগুলো-
১. আধিপত্য:
সমাজবিজ্ঞানীদের মতে, পুরুষেরা সর্বত্র আধিপত্য বিস্তারে অভ্যস্ত। আর তাদের এই আধিপত্য বিস্তারের যে চর্চা তার বৃত্ত থেকে তাদের পরিবার এবং পরিবারের সদস্যরাও বাদ যান না। আর  তাই, অল্প বয়সী মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেই তারা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
২. দীর্ঘ ও সুখের যৌন জীবন:
সাধারণত ৪০ এর পরেই অধিকাংশ নারীদের যৌন আবেদন ধীরে ধীরে স্তিমিত হতে থাকে। কিন্তু পুরুষদের যৌনাকাঙ্ক্ষা আরও দীর্ঘ সময় বজায় থাকে। তাই, সমবয়সী নারীদের বিবাহে অনেক পুরুষদেরই অনীহা রয়েছে। তাদের ধারণা অল্প বয়সী মেয়েদের বিয়ে করলে তারা দীর্ঘ ও সুখের যৌনজীবন লাভ করতে পারবে।
৩. অস্বস্তিবোধ:
বিস্ময়কর হলেও সত্যি, পুরুষেরা তার সমবয়সী মেয়েদের সাথে সম্পর্ক স্থাপনে অস্বস্তিবোধ করে। পুরুষের সমযোগ্যতা সম্পন্ন নারীদের নিয়ন্ত্রণ করা সম্ভব না- এই ধারণাই পুরুষকে তার চেয়ে অনেক কম বয়সী নারীকে বিয়ে করতে উদ্বুদ্ধ করে।
৪. ভবিষ্যৎ নিরাপত্তা:
পুরুষদের একটি বদ্ধমূল ধারণা যে, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের পরিচর্যা করবার মত কেউ থাকবে না। এমনকি সন্তানেরাও তাদের পরিচর্যা করতে অস্বীকৃতি জানাতে পারে। তাই, কম বয়সী স্ত্রীই এই সমস্যার সমাধান। তাদের ধারণা স্ত্রীরা তাদের যথাযথ পরিচর্যা করতে কখনই অস্বীকৃতি জানাবে না।
এখন থেকে আর নগ্ন হচ্ছেন না সানি লিওন !

এখন থেকে আর নগ্ন হচ্ছেন না সানি লিওন !

১০:৫৪ AM Add Comment

সানি লিওন। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। পশ্চিমা বিশ্বে শরীরি উত্তাপ ছড়িয়ে বলিউডে নাম লেখান বছর দুই আগে। ইতোমধ্যে বলিউডের অন্যতম সেলিব্রেটি হিসেবে পরিণত হয়েছেন কানাডিয়ান বংশোদ্ভূত এ পর্ণ তারকা।
অনেকটা সমালোচনার মুখেই রাজত্বের পরিধি বিস্তৃত করছেন এখানে। এমনকি নগ্নতাকে পাশ কাটিয়ে এখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা শোনা যাচ্ছে তার মুখে। কেউ কেউ বলছিলেন, তিনি নাকি আর পর্ণ ছবিতে অভিনয় করবেন না। কিন্তু অনেকেই একে মিডিয়ার গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন। অবশেষে নিজেই মুখ খুলনে সানি।
তিনি বলেছেন, এখন থেকে আর বিবস্ত্র অবস্থায় শুটিং করবেন না। অভিনয় করবেন না উষ্ঞ আবেদনময় দৃশ্যে।
তার এ ঘোষণার সত্যতা পাওয়া গেল সম্প্রতি হরর ঘরানার একটি সিনেমার শুটিংয়ে। সিনেমাটিতে দৃশ্যের প্রয়োজনে সানিকে বিবস্ত্র হতে বললেও, সানি ইতঃস্তত বোধ করেন। শেষ পর্যন্ত বিবস্ত্র না হলেও শুধু বিকিনি পরতে সম্মতি জানান। উপায় না দেখে সানির ইচ্ছাকেই প্রাধান্য দেন নির্মাতা। এ সিদ্ধান্তে তিনি কতদিন অটল থাকতে পারেন সেটাই দেখার অপেক্ষা।
আপনি কী মিলনে অতৃপ্তও ? নিয়ে নিন সমাধান !

আপনি কী মিলনে অতৃপ্তও ? নিয়ে নিন সমাধান !

১০:৪৮ AM Add Comment
sexual-dysfunctio
যৌন মিলনে তৃপ্তি নেই? নিজেকে অসুখী মনে হয়? মনে হয় সুখের ভাণ্ডার অপূর্ণ রয়ে গেল? আপনি পুরুষ-মহিলা, যা-ই হোন না কেন, সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি লুকিয়ে আছে কিন্তু আপনার মধ্যেই!
সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে, মানসিক দোটানা, দ্বিধা, দোদুল্যমানতা কাটিয়ে আপনার সঙ্গীর কাছে মেলে ধরুন মনের খাতার পাতা, নিজের আবেগ-অনুভব উজাড় করে দিন তাঁর কাছে, দেখবেন যৌন জীবনে মজার রঙ কতটা বেড়ে গিয়েছে! মিলনের সুখের মাত্রা কয়েক গুণ বেড়ে গিয়েছে!
কানাডার ইউনিভার্সিটি দ্য মন্ট্রেলের মনস্তত্ব বিভাগের অধ্যাপক নাইলা আওয়াদা তাঁর গবেষণায় বলছেন, আপনি যত দোদুল্যমানতায় ভুগবেন, আপনার ভিতরে আবেগের স্রোত তত রুদ্ধ হবে, সঙ্গীর কাছে নিজেকে মেলে ধরতে পারবেন না, অদৃশ্য পাঁচিল তৈরি হবে দুজনের মাঝখানে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে মেডিক্যাল ডেইলিতে।
নাইলা জানিয়েছেন, গবেষণায় দেখা গিয়েছে, যে দম্পতিরা মন খুলে মনের ভিতর জমে থাকা আবেগ পরস্পরের সঙ্গে ভাগ করে নিতে পারেন, তাঁদের যৌন জীবন অনেক অনেক সুখের হয়। শরীর-মন থাকে সুন্দর, সতেজ।
এমনকী বিশেষত, শারীরিক মিলনের সময় যে মহিলারা যৌনাঙ্গের মুখে জ্বালা-যন্ত্রণা, অনুভব করেন, তাঁদের ক্ষেত্রেও দেখা গিয়েছে, স্বামীর সঙ্গে তাঁদের খোলামেলা আবেগের লেনদেন হলে তাঁরাও মিলনে সুখ পান।।এই সমস্যাটিকে প্রোভোকড ভেস্টিবুলোডিনিয়া (পিভিডি) বলা হয়।
নাইলা এই সিদ্ধান্তে এসেছেন এমন ২৫৪ জন দম্পতির ওপর পরীক্ষা চালিয়ে যেখানে স্ত্রীর ‘পিভিডি’ রয়েছে। নাইলা বলেছেন, স্বামী-স্ত্রীর ভিতরে আবেগের স্রোত শুকিয়ে গেলে, শারীরিক বা পারস্পরিক সম্পর্কজনিত জটিলতা থাকলে তা থেকে দু’জনের মধ্যেই নিজেকে গুটিয়ে রাখার প্রবণতার জন্ম হয়।তা থেকেই ক্রমশ পরস্পরের কাছ থেকে দূরে সরে যান দুজনে। এক ছাদের তলায় থেকেও অচেনা হয়ে যান দু’জন দু’জনের কাছেই।
যৌন মিলন পরবর্তী সময়ে স্ত্রীর সাথে কি করবেন ?

যৌন মিলন পরবর্তী সময়ে স্ত্রীর সাথে কি করবেন ?

১০:৪২ AM Add Comment
k3ybwpib
প্রায় ক্ষেত্রেই দেখা যায় যৌন মিলনের আগেই যতসব আয়োজন থাকে কাপলদের মাঝে। যৌন মিলনের পর তারা যেন অনেকটা মুর্ষে পড়েন। আর কোনো কথা নয়, কোনো ভালোবাসার প্রকাশ নয়, বলতে গেলে অনেকটা দূরেই সরে যান তারা। কিন্তু এই ধরনের কাজ মোটেই উচিত নয়। যৌন মিলনের পূর্বমুহূর্তটি যেমন অনেক বেশি গুরুত্বপূর্ণ ‍ঠিক তেমনি যৌন মিলনের পরবর্তী সময়টিও একই রকম গুরুত্বপূর্ণ। এসময়ই আসলে ভালোবাসার আসল প্রকাশ ঘটে থাকে। আসুন জেনে নিই যৌনমিলন পরবর্তী সময়ে প্রিয় মানুষটির সামনে যে ধরনের অভিব্যক্তি প্রকাশ করবেন :
১. যৌনমিলন পরবর্তী সময় যৌনমিলনের পোষ্টমর্টেম করবেন না। অর্থাৎ যৌনমিলনের পর পরই সঙ্গীর অপারগতা গুলো নিয়ে আলোচনা শুরু করবেন না। এটা অন্য সময় আলোচনা করা যেতে পারে। তাকে উৎসাহ অথবা টিপস দিতে পারেন কিভাবে করলে আপনি বেশি মজা পেতেন। সব সময় পুর্ন তৃপ্তি পাবেন এমন কোন কথা নয়। আপানার সঙ্গী আপনার প্রতিপক্ষ নয়। তাই তাকে হারানোর চেষ্টা করবেন না। এতে আপনি নিজেই হারবেন।
২. যৌনমিলন পরবর্তী সময়ে আপনার সঙ্গীকে বলুন আপনি কতটা আনন্দ পেয়েছেন। এটি পরবর্তীতে তাকে উৎসাহ জোগাবে আপানাকে তৃপ্ত করার।
৩. পারিবারিক সমস্যা কখনো বিছানায় আনবেন না। আমাদের দেশের নারীদের একটা প্রবনতা আছে যৌনমিলনের সময় পুরুষ যখন চরম উত্তেজনায় তখন নারী তার পাওনা/বায়না আদায়ের উপযুক্ত সময় মনে করে পুরুষ সঙ্গীকে চাপের মুখে ফেলতে চায়। এটা মোটেও সংসারে সুখ আনবে না। সুখি পরিবারে সঙ্গীর বায়না এমনিতে পুরন করার আগ্রহ জাগে।
৪. যৌনমিলনের পর পর অন্ততঃ পাচ মিনিট একে অপরকে জড়িয়ে ধরে রাখুন । তার চেয়ে বেশি সময় নিলে আরো ভাল।
৫. যৌনমিলন শেষে সঙ্গীর চোখের দিকে পরিতৃপ্তির হাসি দিয়ে বলুন “আমি তোমায় অনেনননক ভালবাসি”। ওই মুহুর্তের এই কথা গুলোর অর্থ রস অন্য সময়ের বলায় পাবেন না
ভারতীয় পুরুষদের নিজের ‘দাস’ বানিয়ে রাখতে চান সানি লিয়ন

ভারতীয় পুরুষদের নিজের ‘দাস’ বানিয়ে রাখতে চান সানি লিয়ন

১০:৩৬ AM Add Comment
SUNNY-FINAL-2
ভারতীয় পুরুষদের উপর দাসত্ব করছেন সানি লিয়ন। গলায় লোহার চেন পরিয়ে তার লাগাম রেখেছেননিজের হাতে। পাশাপাশি সানির বক্তব্যও পুরুষ হৃদয়ে শিহরণ জাগাবে! ‘ভারতীয় পুরুষরা এত ভয় পায়কেনভয় কাটান!’ পরামর্শ দিচ্ছেন কানাডিয়ান এই পর্নস্টার। সম্প্রতি একটি ম্যাগাজিনের প্রচ্ছদে সানিরএই রূপ রীতিমত শোরগোল ফেলে দিয়েছে পুরুষমহলে। ম্যাগাজিনের কভারে সানিকে দেখা যাচ্ছে একভারতীয় পুরুষের গলায় লোহার শিকল দিয়ে বেঁধে টেনে ধরে রয়েছেন। চোখেমুখে কর্তৃত্বের ভঙ্গি। আরপ্রচ্ছদে সানির মুখে বসানো বক্তব্য, ‘ভারতীয় পুরুষেরা এত ভিতু কেনআমি যা খুশি তাই করিআপনিওতাই করুন। পরামর্শ ম্যাক্সিম-এর বিচারে বিশ্বের অন্যতম সেরা পর্নস্টারের
সানিকে এই প্রচ্ছদের জন্য সাজতে হয়েছে লাল অন্তর্বাসে। বিভাজিকার ফাঁক থেকে উঁকি মারছে সেইঅন্তর্বাস। করনজিৎ কউর ভোহরাওরফে সানি লিয়নের যৌন আবেদন নিয়ে বোধহয় তাঁর সবচেয়ে বড়শত্রুও প্রশ্ন তুলবেন না। ম্যাগাজিনটির প্রচ্ছদে সানিকে দেখা যাচ্ছে কর্ত্রীর চেহারায়। তিনি শাসন করছেনপুরুষ প্রেমিক তথা তাঁর রুপগ্রাহীকে। তা তিনি করতেই পারেন। তাঁর সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘রাগিণীএমএমএস টুয়ের পর আপাতত সানির সমকক্ষ বলিউডে নেই বললেই চলে। এটাই সানির প্রথমহরেক্স’(ভয়ের সঙ্গে সেক্সের ককটেলসিনেমা। পরীক্ষা নিরীক্ষায় যে তিনি ভয় পান নাতা এখন সানিরশরীরী ভাষাতেই স্পষ্ট। ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য সাংবাদিক সম্মেলনে সানি ধূসর পোশাকও টিনসেলটাউনে শোরগোল ফেলেছে। ধূসর রঙকে সাধারণত বলিউডে দুয়োরাণী করে রাখা হয়। কিন্তু সেইপোষাকেই সানি যেভাবে তাঁর ‘ফ্যানদের হৃদয়ে ঝড় তুলছেনতাতে কিছুদিন পরে সত্যিই সত্যিই সানিলিয়ন ভারতীয় পুরুষদের উপর কর্তৃত্ব করলে অবাক হওয়ার কিছু নেই
 রাতে কে থাকবেন নায়লার সঙ্গে?

রাতে কে থাকবেন নায়লার সঙ্গে?

১০:২৩ AM Add Comment
11100868_1703291316564388_1894020263628314683_n
অনেক দিন ধরেই ‘ডাবল স্কুপ উইথ নায়লা নাঈম’ নামে একটি শো রেডিও ধ্বনি ৯১.২ এফএম এ প্রচার হয়ে আসছে।এই শোতে উপস্থিত থাকেন নায়লার অতিথি।
আর এই শো’র ৯তম পর্বে উপস্থিত থাকবেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের(পানডা সিকিউরিটি) প্রোডাক্ট ম্যানেজার আজিম মর্তুজা।
কাল (বৃহস্পতিবার) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত হবে এই শো ..?
হোটেলে দেহ বিক্রয় করতে গিয়ে গভীর রাতে হোটেলে ধরা খেলো নায়িকা দীপিকা!

হোটেলে দেহ বিক্রয় করতে গিয়ে গভীর রাতে হোটেলে ধরা খেলো নায়িকা দীপিকা!

৯:৪৪ AM Add Comment
deepika-padukone
মুম্বাইয়ের গুরগাঁও ফাইভ স্টার হোটেলে শুক্রবার গভীর রাতে একসঙ্গে সময় কাটিয়েছেন বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বিষয়টি জানাজানির পর এই নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে সর্বমহলে। সবারই মনে একই প্রশ্ন-এতো গভীর রাতে সেখানে নিরিবিলি কী করছিলেন এই প্রেমিক যুগল? সেই প্রশ্নের উত্তর পেতে এখন অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুণছেন সবাই।
এক প্রত্যক্ষদর্শী জানান, হোটেলের প্রবেশ দরজায় প্রায় পাঁচ মিনিট সময় কাটিয়েছিলেন দীপিকা। কখনও হাঁটছিলেন, কখনও উঠছিলেন আর বসছিলেন। তিনি স্থির থাকতে পারছিলেন না। এতে স্পষ্ট যে, এই অভিনেত্রী কারও জন্য অপেক্ষা করছিলেন। এসময় তিনি দীর্ঘকায় আকৃতির সাদা পোশাক পরেছিলেন এবং পনিটেল করে তার চুলগুলো বাঁধা ছিল।
প্রত্যক্ষদর্শী আরও জানান, এর কিছুক্ষণ পরই সেখানে এসে হাজির হন রণবীর সিং। তিনি সুপারম্যান টি শার্ট ও মাথায় পাগড়ি পরেছিলেন। সঙ্গে এনেছিলেন কিছু ল্যাগেজ। সেগুলো সিকিউরিটির কাছে জমা দিয়ে দীপিকাকে নিয়ে হোটেলের ভেতরে ঢুকেন। তবে তারা ভেতরে কতক্ষণ ছিলেন- তা জানা যায়নি।
এই জুটি বর্তমানে গুরগাঁওয়ের ফিল্ম সিটি স্টুডিওতে সঞ্জয় লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার শুটিং করছেন। আর সেই শুটিং সেট থেকে তারা সরাসরি চলে যান হোটেলে।
সোমবার মিড ডে এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়ি থেকে শুটিং সেটে যাওয়া-আসার ঝামেলা এড়াতে ফিল্ম সিটির কাছে হোটেলে অ্যাপার্টমেন্ট নিয়েছেন রণবীর সিং। সম্ভবত, সেই অ্যাপার্টমেন্ট দেখতে বা রণবীর সিংয়ের ৩০তম জন্মদিনের প্রাক উদযাপন করতে দীপিকা হোটেলে আগেভাগে গিয়ে অপেক্ষা করছিলেন। এজন্য শুটিং থেকেও তাদের ছুটি দেওয়া হয়েছিল।
তবে এ ব্যাপারে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং কোনো মন্তব্য করেননি।
জেনে নিন,নগ্ন হয়ে ঘুমানোর সুফল !

জেনে নিন,নগ্ন হয়ে ঘুমানোর সুফল !

২:৫২ PM Add Comment
জেনে নিন,নগ্ন হয়ে ঘুমানোর অবাক করা সুফল
কাপড়-চোপড় পরে ঘুমানোর চেয়ে কাপড় না পরে ঘুমানোয় উপকার বেশি। চলুন জেনে নেয়া যাক কী কী সুফল আছে এতে।
রক্ত চলাচল বৃদ্ধি করে
গলা ও কোমড়বন্ধ পোশাক শরীরের নিন্মাঙ্গে স্বাভাবিক রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। এতে নানান রোগ সৃষ্টির আশঙ্কা থাকে। কিন্তু নগ্নভাবে ঘুমে শরীরের রক্ত চলাচলকে স্বাভাবিক থাকে। যা শরীরের পেশি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্গকে সতেজ ও স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে।
সুখী করে
ইউএসএ কটন ২০১৪ সালে এক জরিপ চালিয়ে দেখেছে, জরিপে অংশ নেয়াদের মধ্য যাঁরা নগ্ন হয়ে ঘুমাতে অভ্যস্ত, তাদের মধ্যে শতকরা ৫৭ ভাগই মনে করেন যে তারা সুখী। তবে যারা পাজামা পরে ঘুমান তাদের মধ্যে সুখী যুগল ছিলো শতকরা ৪৮ ভাগ।
আত্মবিশ্বাসী করে তোলে
অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, নগ্ন ঘুম নিজের প্রতি আস্থা ও বিশ্বাসের পরিমাণ বাড়িয়ে দেয়। করে তোলে আত্মবিশ্বাসী।
ঘুমের গুনগত মান বেড়ে যায়
যাঁরা কাপড় পরে ঘুমান তাঁদের কি ঘুম ভালো হয় না? না, এমন কথা কেউ বলেনি। তবে ২০০৪ সালের এক সমীক্ষায় দেখা গেছে, শরীরের তাপমাত্রা ঘুমের ওপর প্রভাব ফেলে। তাই গরমে কাপড় পরে ঘুমালে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তাতে ঘুম ভালো হয় না। সে অবস্থায় শরীরে কোনো কাপড় না থাকলে ক্ষতি নেই, বরং লাভই বেশি, কেন না ঘুম হবে দারুণ!
নারীর জন্য ভালো
কসমোপোলিটান ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ডাক্তার জেনিফার লান্ডা জানান, সব সময় কাপড় পরে ঘুমালে মেয়েদের বিশেষ কিছু রোগের ঝুঁকি বেড়ে যায়। তিনি জানান, কাপড় পরার ফলে শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে আর তাপমাত্রা খুব বেশি হলে মেয়েদের যোনিপথের আশপাশে খুব তাড়াতাড়ি ছত্রাক বা ব্যাক্টেরিয়া বাড়তে থাকে।
গুহাবাসীদের মতো…..
নিউরোলজিস্ট ব়্যাচেল সালাস ওয়াল স্ট্রিট জার্নালকে দু’বছর আগেই বলেছিলেন, গুহামানবদের মতো আধুনিক, ফ্যাশন সচেতন মানুষেরও গায়ে সুতা না রেখে ঘুমানো ভালো। তিনি বলেন, ‘‘আমাদের পূর্বসূরীরা একসময় নগ্নই ঘুমাতেন৷ মাংসাসী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য তাঁরা মূলত গুহায় ঘুমাতেন এবং তা নগ্ন হয়ে। তাই নগ্ন হয়ে ঘুমালে আজও আমরা কিছুটা নিরাপদ বোধ করি।’’